ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
৩৪২

করোনা আতঙ্কে ইরান তাজিকিস্তানে জামায়াতে নামাজ বাতিল 

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৮ ৪ মার্চ ২০২০  

করোনা আতঙ্কে তাজিকিস্তানের রাজধানী দুশানবের  কিছু মসজিদ জামায়াতে নামাজ আদায় বাতিল করেছে। বুধবার দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রাণালয়এ তথ্য জানায় ।

নগরীর ধর্ম বিষয়ক কমিটির মুখপাত্র আফসিন মুকিম জানান, তাজিক ইসলামিক সেন্টারের নির্দেশে বুধবার থেকে এ নিয়ম কার্যকর করা হয়েছে। সকলের নিরাপত্তার কথা ভেবেই মসজিদ কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। জামায়াতে নামাজ বন্ধের পাশাপাশি করোনার কারণে  ২০ থেকে ২২ মার্চ নওরোজ উৎসবকে কেন্দ্র করে আয়োজিত সব ধরনের সড়ক পরিবেশনা বাতিল করেছে দেশটি।

এদিকে করোনাভাইরাসের মারাত্বক প্রাদুর্ভাবের কারণে শুক্রবার  ইরানের বেশকিছু প্রাদেশিক অঞ্চলের মসজিদে জুমার নামাজ বাতিল করা হয়েছে। 
 গত সপ্তাহে তেহরান ও এর আশেপাশের বেশ কিছু অঞ্চলে শুক্রবারের নামায বাতিল করা হয়। এরই মধ্যে ইরানে করোনাভাইরাসে ৯২ জন মানুষের মৃত্যু হয়েছে আর করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ৩ হাজার মানুষ যা চীনের পর সর্বোচ্চ। 

ধর্ম বিভাগের পাঠকপ্রিয় খবর